আলহামদুলিল্লাহ। আল্লাহ ও নবীজির নামে কটুক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে৷ কর্মসূচী দেখছি একের পর এক৷
মিথ্যাবাদি রাখাল দেখতে চেয়েছিলো কেমন প্রতিক্রিয়া হয়। রাখালরা জেনে রাখুক, তৌহিদি জনতার কাছে আল্লাহ ও নবীজির সম্মান রেড লাইন। এই রেড লাইন যে ক্রস করবে, সে টের পাবে নবীপ্রেমের উত্তাপ।
রাখালরা জেনে রাখুক, এটা এমন ইস্যু যে ইস্যুতে তৌহিদি জনতা কোন হুমকির মুখে মাথানত করবে না, বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধা করবে না, ফাঁ সির দঁড়ির পরোয়া করবে না।
খবরদার! আর কোন রাখাল যেন এই রেড লাইন ক্রস করার সাহস না করে।